• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আগের কমিটিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মারা যান এই সংগঠক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ইউসুফ। গত সপ্তাহে হার্টে ব্লক ধরা পড়লে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা ইউসুফের হার্টে রিং পরিয়েছিলেন। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় আইসিইউতে।  কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারেননি ইউসুফ। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ মোহাম্মদ ইউসুফ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে অনেক দিন থেকে তিনি জড়িত। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলতেন।  সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দেশের বাইরে থাকা অবস্থায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ইউসুফের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। হকি ফেডারেশন, বিসিবি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, মোহামেডান ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে।  এ ছাড়াও দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) শোক প্রকাশ করেছে। আজ হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে ইউসুফের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। হকি ফেডারেশনের পতাকা অর্ধনমিত করা হয়েছে ইউসুফকে শ্রদ্ধা জানাতে।
৩০ মার্চ ২০২৪, ২০:৪৭

বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে পাশে থাকবে সৌদি
বাংলাদেশের উন্নয়নযাত্রা এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ অঙ্গীকার করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত উদ্যোগগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি রাষ্ট্রদূতকে আহ্বান জানান। এ সময় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব এবং সেদেশের জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের। সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এ দেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং এর জনগণের মঙ্গল কামনা করে, কারণ তারা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের জিম্মাদার। সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরাহর প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে। ইসা ইউসুফ ইসা আলদুহাইলান বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও আরবি ভাষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছা কথা জানান। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইন্সটিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।  এ সময় রাষ্ট্রদূত জানান, অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মীদের নিতে তার দেশ আগ্রহী। সরকারপ্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদির একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়