• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
‘উপজেলা ভোটে কোনো অনিয়ম হলে চাকরি হারাবে কর্মকর্তারা’
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো অনিয়ন হলে চাকরি হারাতে হবে নির্বাচন কর্মকর্তাদের।   সোমবার (৩০ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  ইসি আহসান হাবিব বলেন, যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিক উপযুক্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আমাদের কাছে সমান। কেন্দ্রের আশেপাশে প্রার্থীর কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রণয় জোয়ারদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
৩০ এপ্রিল ২০২৪, ১৯:২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে লুকোচুরি অনিয়-দুর্নীতির প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. আবু নঈম শেখ’র অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে জাগো সুনামগঞ্জবাসী শ্লোগানে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মস‚চি পালিত হয়। মানববন্ধনে আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।  অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. জিয়াউর রহমান শামীন, অ্যাড. বিমান কান্তি রায়, অ্যাড. শাহাবুদ্দিন চৌধুরী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অ্যাড. আবুল আজাদ রুমান, অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. পঙ্কজ তালুকদার, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, জেলা উচীদীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. এ আর জুয়েল, হাওর বাঁচাও আন্দোলনের নেতা আনোরুল হক প্রমুখ।   মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ায় হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। কিন্তু শুরুতেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরি, অনিয়ম-দুর্নীতি করছেন। বিশ্ববিদ্যালয়ের নানা কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঝে ভিসি সুযোগ-সুবিধা চাইছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জে না নিয়ে ঢাকা, গাজীপুরে করছেন তিনি। এছাড়া পরীক্ষা ফলাফল নিয়েও লুকোচুরি হচ্ছে। তাই অবিলম্বে সকল নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। সকল নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে নেয়ার দাবিসহ বর্তমান ভিসির অপসারণ দাবি করেন বক্তারা। অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ গণমাধ্যমকে বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের সবগুলোরই নিয়োগ পরীক্ষা ঢাকায় হচ্ছে। যারা বুঝেন না, তারা এসব নিয়ে সমালোচনা করছেন। সুনামগঞ্জে এই পরীক্ষা নেওয়া কঠিন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঢাকা, জাহাঙ্গীরনগর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর ছিলেন। তাদেরকে ওখানে নিয়ে যাওয়া কঠিন। ওখানে এখনও ভিসির একটি গাড়ী পাওয়া যায় নি। অফিসেরও কোনো ভালো ব্যবস্থা হয়নি। এখানে প্রফেসরদের রাখারও কোনো ব্যবস্থা নেই। নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে। পরীক্ষায় কোনো অনিয়ম-দুর্নীতি হচ্ছে না।   
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

কোনো অনিয়ম সহ্য করব না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, কোনো অনিয়ম সহ্যও করব না। আমার একটাই লক্ষ্য দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। এটা করতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চাই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় কাউকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়, সেজন্য সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি। এখন প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ।
১৮ জানুয়ারি ২০২৪, ২০:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়