• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo
দেশে এখনো কী করে ক্রিমিনালরা ব্যবসা করছে, প্রশ্ন সোহেল রানার
নিয়মের তোয়াক্কা না করেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিতে শুক্রবার (৩১ মে) বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। জানা গেছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সেন্সর হওয়ার ২ দিন আগে সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান জানায় গত ৩০ মে সিনেমাটি সেন্সর হয়েছে। তার একদিন পর শুক্রবার (৩১ মে) সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ দিন পর রোববার (০২ জুন) সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে।. সেন্সর সনদেও ২ জুল রয়েছে। সেন্সর বিধিবহির্ভূত ভাবে সিনেমাটি মুক্তি পাওয়ায় অন্যায়কারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। তিনি লেখেন, সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে আর ছবি সেন্সর হবার আগেই মুক্তি পেয়ে যায়। এদের বিচার হওয়া দরকার। সোহেল রানা বলেন, ছবি সেন্সর হয়েছে ২ জুন আর রিলিজ আগে দেয়া হয়েছে। দেখে নিন জিরো টলারেন্সের দেশে এখনো কী করে এসব ক্রিমিনালরা ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে আর কেউ কোনদিন আইন মানবে না। বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চলচ্চিত্রের দুই সমিতি পরিচালক ও শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন সোহেল রানা। যদিও এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ও বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুনের দাবি, গত ৩১ মে সিনেমাটি সেন্সর হয়েছে। সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে। তারিখ সংশোধন করে নিচ্ছে। প্রসঙ্গত,  ব্যর্থ ক্রিকেটার ও চিকিৎসকের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন স্মরণ শর্মা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।
০৪ জুন ২০২৪, ১৮:৩৩

রানার গ্রুপে চাকরি, কাজ সপ্তাহে ৫ দিন
রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইভি-করপোরেট সেলস বিভাগ ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার বিভাগ: ইভি-করপোরেট সেলস শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ  অন্যান্য যোগ্যতা: ম্যানুফ্যাকচারিং (হালকা প্রকৌশল এবং ভারী শিল্প), অটোমোবাইল, মোটর গাড়ির বডি প্রস্তুতকারক, মোটর ওয়ার্কশপ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ৩টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৪ পর্যন্ত।
১৬ মে ২০২৪, ০৯:২৫

পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড
বোলারদের জন্য ব্যাট হাতে রান করাটা পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য কাজই বটে। এমন অনেক উদাহরণই আছে। এবার ব্যাট হাতে এমন লজ্জার বিশ্ব রেকর্ডই গড়লেন টাইগার পেসার নাহিদ রানা। ২০২১-২২ মৌসুমের জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে এই পেসারের অভিষেক হয়। সেবার রাজশাহীর হয়ে খেলেছিলেন তিনি।  ১৬ ম্যাচের ক্যারিয়ারে মোট ২১ ইনিংসে ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন তিনি। তবে মাত্র তিন ইনিংসে রানের খাতা খুলতে পেরেছিলেন তিনি। সব মিলিয়ে করেছেন মাত্র ১১ রান।  এবার সিলেট টেস্টে অভিষেকে দুই ইনিংসেও রানের খাতা খোলা হয়নি এই পেসারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ বলে ০ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসের অষ্টম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে টানা ১৮ ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ২১ বছর বয়সী এই পেসার। এই তালিকার দুইয়ে আছেন ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইংল্যান্ডের মার্ক রবিনসন। ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি তিনি।  এই তালিকায় যৌথভাবে তিনে আছেন তিনজন। তারা হলেন-  পাকিস্তানের ফয়সাল ইয়াসিন, লঙ্কান মোহাম্মদ দিলশাদ এবং আরেক বাংলাদেশি খালেদ আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রানহীন ইনিংসের মালিক : ইনিংস    ব্যাটসম্যান    দেশ    মৌসুম ১৮    নাহিদ রানা    বাংলাদেশ    ২০২২/২৩–২০২৩/২৪ ১২    মার্ক রবিনসন    ইংল্যান্ড    ১৯৯০ ১১    ফয়সাল ইয়াসিন    পাকিস্তান    ২০১৩/১৪–২০১৪/১৫ ১১    মোহাম্মদ দিলশাদ    শ্রীলঙ্কা    ২০১৪/১৫–২০১৬/১৭ ১১    খালেদ আহমেদ    বাংলাদেশ    ২০২১/২২–২০২২  
২৬ মার্চ ২০২৪, ১৯:৩১

অভিষিক্ত রানার তিন উইকেট, ২৮০ রানে অলআউট লঙ্কানরা
সিলেট টেস্টে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করেন রানা। এতে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করেছে বাংলাদেশ। শুক্রবার (২২ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে শুরুতেই প্রমাণ করেন পেসাররা। সবুজ উইকেটে নতুন বলে একের পর এক দুর্দান্ত ডেলিভারি দিতে থাকেন খালেদ-শরিফুলরা। টাইগার পেসারদের সুইংয়ে রীতিমত খাবি খায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। খালেদের অফ-স্ট্যাম্পের বাইরে এক আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে জুটি। তবে এই জুটিকে স্বস্তি দেয়নি টাইগারদের পেস আক্রমণ ত্রয়ী। একপাশে শরিফুল-খালেদের সুইং অন্যপাশে নাহিদ রানার গতির ঝড়ে সংগ্রাম করতে হয় তাদের। খালেদ নৈপুণ্যেই ভাঙে এই জুটি। এই পেসারের লাফিয়ে উঠা ডেলিভারিতে গালি পয়েন্টে জাকির হাসানের হাতে তুলে দেন মেন্ডিস। একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন করুণারত্নেও। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪১ রানের মাথায় ৩ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের ওভারেই বিপদ বাড়ে লঙ্কানদের। রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অফসাইডে বল ঢেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু টাইগার দলপতির সরাসরি এক থ্রোতে ফিরতে হয় ম্যাথিউসকে। শরিফুলের হাত ধরে আসে এর পরের ব্রেকথ্রু। এই পেসারের লেগ স্ট্যাম্পের বল সামাল দিতে পারেননি চান্দিমাল। ফলে ৬৭ রানেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তবে অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের নৈপুণ্যে শুরুর সেই ধাক্কা সামলে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। এই জুটির কল্যাণে দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ২১৭ রান নিয়ে চা বিরতিতে গেছে সফরকারীরা।চা বিরতির আগে টাইগার বোলারদের সামলে দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছেন ১৬০ রান। এরপর সেঞ্চুরি তুলে নেন এই দুই ব্যাটার। উড়তে থাকা দুই লঙ্কান ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান অভিষিক্ত নাহিদ রানা। ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুজনেই সমান ১০২ রান করেন। শেষ দিকে প্রাবাথ জয়সুরিয়া (১), ফার্নান্দো (৯) এবং লাহিরু কুমারা শূন্য রানে রান আউট হলে ২৮০ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও নাহিদ রানা তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।  
২২ মার্চ ২০২৪, ১৭:৪১

ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
প্রথমবারের মতো সিলেটে টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শুক্রবার (২২ মার্চ) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে পেসার নাহিদ রানার অভিষেক হচ্ছে।  ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এখন সাদা পোশাকে চোখ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় মাঠে নামবে দুই দল। এদিকে ত্রয়ী পেস আক্রমণের সঙ্গে একাদশে দুই বিশেষায়িত স্পিনার রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সঙ্গে অভিষিক্ত নাহিদ রানা। অন্যদিকে স্পিন আক্রমণে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। গেল বছরে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল লাল-সবুজেরা। এদিকে কিউইদের বিপক্ষে সবশেষ টেস্টের একাদশে ছিলেন না লিটন দাস। তবে এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের একাদশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।   শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।  
২২ মার্চ ২০২৪, ০৯:৫৫

রানা প্লাজা ট্রাজেডি  / ৬ মাসে মামলা নিষ্পত্তির নির্দেশ, স্থগিত থাকবে রানার জামিন
সাভারে রানা প্লাজা ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময় পর্যন্ত ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি)  প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আরও পড়ুন : ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   এদিন আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মুনমুন নাহার। রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২২ সালের মার্চে সোহেল  রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৬ এপ্রিল তাকে জামিন দিয়েছিলেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করলে গত বছরের ৯ এপ্রিল চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী দুপক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন ওই বছরের ৮ মে পর্যন্ত স্থগিত করেন। একইসঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু   এরপর ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রানার জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন। ১০ জুলাই জামিন আবেদনের শুনানি ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেন আপিল বিভাগ। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ মানুষের মৃত্যু হয়, যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয় ভবনের মালিক সোহেল রানাকে।  
১৫ জানুয়ারি ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়