• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo
জামালপুরে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জামালপুরের মেলান্দহে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জান্নাতুল শারমিন নামে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন।  শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর টু দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শারমিন জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। পুলিশ জানায়, জামালপুর দিক থেকে আসা সিএনজিটি মালঞ্চ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জান্নাতুল শারমীনের মৃত্যু হয়। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ‘প্রাইভেটকার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৪ জুন ২০২৪, ১৯:২৭

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বরিশালের বাকেরগঞ্জে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৪ জুন) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলারচালক মো. সাইদুল ইসলাম (৪০) ও থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু জায়ান। এ ছাড়া দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, তার স্ত্রীসহ হাফেজ মিজান ও কাওসার আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৪ জুন ২০২৪, ১৩:৫৪

পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।  বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়েকের উপজেলার কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গারট্র গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন ও কাশতলা গ্রামের জুয়েল রানা।  পুলিশ জানায়, মোটরসাইকেলের তিন আরোহী কদমতলি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মধুপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  ঘাটাইল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, লাশ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 
১৩ জুন ২০২৪, ১৩:১৮

ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে বেপরোয় গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের। বুধবার (১২ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি এলাকায় মোটর  সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলেই রিয়ান হাসান মাহফুন নামে ঐ স্কুলছাত্রের মুত্যু হয়। নিহত মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। এসময় মোটর সাইকেলের থাকা অপর আরোহী খায়রুল গুরুতর আহত হন। আহত খায়রুলকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সে একই এলাকার শরিফুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, রাতের নির্জন সড়কে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাচড়া বাজার ছেড়ে হাইওয়ে পুলিশ ফাড়ি পূর্বে ব্রিজ অতিক্রমের সময় নড়াইল দিক থেকে যশোর মুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মটর সাইকেলটি। হয়। ঘটনাস্থলেই তার মৃত্য হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়ানকে মৃত্যু ঘোষণা করেন।
১৩ জুন ২০২৪, ০৯:৪৪

শাকিব-বুবলীর মুখোমুখি হচ্ছেন পূজা চেরি  
আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে শাকিব খানের ‘তুফান’,  ববির ‘ময়ূরাক্ষী’  ও বুবলীর ‘রিভেঞ্জ’ সিনেমা। এবার এই তালিকায় যুক্ত হলো নির্মাতা সুমন ধর পরিচালিত সিনেমা ‘আগন্তুক’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরি। খবরটি নিশ্চিত করে সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে বলেন, সিনেমাটি প্রথমে আমরা ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেসময় শাকিব খানের ‘দরদ’  আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘জংলি’  মুক্তির কথা ছিল। কাজ শেষ না হওয়ায় রেডি থাকা ‘আগন্তুক’ মুক্তি দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রিনেও কথাবার্তা চলছে। ‘আগন্তুক’  সিনেমায় পূজা-শ্যামল ছাড়াও মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ অভিনয় করেছেন। 
১১ জুন ২০২৪, ২২:২২

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
চাঁদপুরের হাজীগঞ্জ ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
১১ জুন ২০২৪, ১৭:১৯

বাস-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রংপুরের গংগাচড়ায় একটি যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। শনিবার (৮ জুন) দুপুর‌ ১২টার দিকে গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপা রানী নামে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করা মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।
০৮ জুন ২০২৪, ১৫:১৭

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের প্রাণহানি
চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দেশটির রাজধানী প্রাগ থেকে ১০০ কিলোমিটার দূরে পারডুবিস শহরে এ ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।  প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছিল।  যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের শহর চপে যাচ্ছিল। পথিমধ্যে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক বিদেশি যাত্রীও ছিলেন।  প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।   
০৬ জুন ২০২৪, ১২:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / ১৫ বছর পর আইরিশদের মুখোমুখি ভারত
দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও আয়ারল্যান্ড। চলমান বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার (৫ জুন) মাঠে নামছে তারা। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে, সবশেষ ২০০৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দল দুটির। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল ম্যান ইন ব্লুরা। এরপর গত ছয়টি সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে দেখা হয়নি তাদের। তাই এবারের বিশ্বমঞ্চের দেখায় জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই। এদিকে ২০০৯ বিশ্বকাপের পর তিন দফায় ভারতের সঙ্গে ৬টি ম্যাচ খেলেছে আইরিশরা। সবকটি ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছেন রোহিত-কোহলিরা। এবারও ফেবারিট হিসেবেই নামবে ম্যান ইন ব্লুরা।  এ প্রসঙ্গে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ভাষ্য, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। এমন রেকর্ডকে আরও শক্ত করতে চাই আমরা। জয়ের জন্য মাঠে নামবে দল। বিশ্বকাপে সবসময়ই ভালো ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। গত বিশ্বকাপের বড় দুই দলকে হারিয়েছে তারা। এজন্য এই ম্যাচ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া যাবে না। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলতে হবে ভারতকে।’ এদিকে চলতি বছরে দুটি দ্বিপাক্ষিক ও একটি ত্রিদেশীয় সিরিজে খেলেছে আয়ারল্যান্ড। আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আইরিশরা। এ ছাড়া ২০০৯ সাল থেকেই বিশ্বমঞ্চে ভালো খেলে তারা। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ও সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতেছিল আইরিশরা। এবার আগের বিশ্বকাপের সাফল্যকে ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখছে আইরিশরা।  এ প্রসঙ্গে অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘গত বিশ্বকাপে আমাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়েছিলাম আমরা। এবার আগের বিশ্বকাপের সাফল্যকে ছাড়িয়ে যেতে চাই। এই বিশ্বকাপেও আবারও বিশ্বকে চমকে দিতে চাই।’  
০৫ জুন ২০২৪, ১৯:০০

কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মীর আলম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের মীর মুসার ছেলে মীর আলম (৪০)। মঙ্গলবার (২৮মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুর উপজেলার আজগানা এলাকা থেকে একটি অটোরিকশাযোগে ৫ যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। চাপাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একই পাশে থাকা অটোরিকশাকে অভারটেক করার সময় আজগানা থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের নিচে চলে যায়।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টার পর অটোরিকশাটি কেটে যাত্রীদের বের করা হয়। ঘটনাস্থলেই মীর আলম নামে ওই শ্রমিক মারা যান। এ সময় চালক হাবিব, আলামিন, মনির, পারভিনসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাত্রীরা সবাই উপজেলা বোর্ড এলাকার জিএমএস কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।’
২৮ মে ২০২৪, ১২:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়