• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

নামাজ শেষে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কৃষক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ২০:৪৯
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদের ভেতর শাহজাহাম ভুট্টু (৫০) নামে এক কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত শাহজাহান উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভুঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

জানা গেছে, শাহজাহান হৃদরোগে আক্রান্ত রোগী ছিলেন। ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যায়। পরে জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এর মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল বলেন, শাহজাহান নামে এক লোক মসজিদেই মারা যান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু 
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার
১৭ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের কর্মী সম্মেলন
হত্যার ১১ বছর পর শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা