• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo
ঈদে বাবা-মাকে নিয়ে জায়েদ খানের আবেগঘন স্ট্যাটাস
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদ যদি উদযাপিত হয় বাবা-মায়ের সঙ্গে তাহলে তো কথাই নেই। তবে আজ মন ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খানের। কারণ, তার ঈদ হচ্ছে বাবা-মাকে ছাড়া। এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা। সোমবার (১৭ জুন) তিনি লিখেছেন, ‘তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামী পাওয়া ছাড়া ঈদ। তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয়না। সারাজীবন এই শুন্যতা বয়ে বেড়াতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা।’ এই স্ট্যাটাসের সঙ্গে চিত্রনায়ক বাবা-মায়ের কবরের ছবিও জুড়ে দেন। সেখানে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। জাহাঙ্গীর আলম নামে একজন লিখেছেন, মহান আল্লাহ আপনার পিতা-মাতা এবং সকল কবরবাসীকে জান্নাত দান করুন। রুকনুজ্জামান লিখেছেন, ভাই মন খারাপ করবেন না। দোয়া করুন। মাসুদ রানা নকীব নামের আরেকজন লিখেছেন, মহান সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাত নসিব করুন। আমিন। প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।
২ ঘণ্টা আগে

রিপন খানের প্রথম
এ প্রজন্মের চিত্রনায়ক রিপন খান। শোবিজে তার শুরুটা হয় চলচ্চিত্র দিয়ে। বর্তমানে সিনেমা, নাটক, মিউজিক ভিডিও সব ক্ষেত্রেই সমান বিচরণ এই অভিনেতার। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি রিপন নিজেকে ব্যস্ত করছেন ছোট পর্দায়। তারই ধারাবাহিকতায় এই অভিনেতা ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। সম্প্রতি কয়েকটি ঈদ নাটকে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে রিপন শেষ করেছেন ‘বড় লোকের চাকর জামাই’ নামের একটি একক নাটকের কাজ। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে রিপনের বিপরীতে অভিনয় করেছেন নওশীন নাহার। রাফি আহমেদের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় মো. মিজানুর রহমান মিজান। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। রিপন খান বলেন, প্রতিটি অভিনয় শিল্পী কাজের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম না। আমি কাজ পাগল একজন মানুষ। তাই চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি এখন নাটকে নিয়মিত অভিনয় করছি। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করব। ‘বড় লোকের চাকর জামাই’ নাটকের গল্পটি দারুণ। পরিবারের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আনন্দে নাটকটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ‘বড় লোকের চাকর জামাই’ নাটকটিতে আরও অভিনয় করেছেন রেশমা আহমেদ, মুকুল জামিল, তুহিন খান, রবিউল ইসলাম রবি প্রমুখ। নির্মাতা জানান, ঈদ আয়োজনে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়াও আরও একটি ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে মুক্তি পাচ্ছে কে.এ নিলয় পরিচালিত ‘দাদা নাতির এক বউ’ নাটকটি। রিপন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে- মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সংঘাত’, রেজা হাসমতের ‘জেদি মেয়ে’, কাজল কুমার বর্ধনের ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমাগুলো। প্রসঙ্গত , রিপন খানের মুক্তি পাওয়া সিনেমাগুলো হচ্ছে- মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের মমতা’, সায়মন তারিকের ‘মাটির পরী’,  জেসমিন আক্তার নদীর ‘জল শ্যাওলা’।
১০ জুন ২০২৪, ২২:৩৯

অবশেষে আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তুফান’
বেশ কয়েক দিন ধরেই নানান অভিযোগে সমালোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। অনিয়মের অভিযোগে সেন্সরে আটকে যেতে পারে সিনেমাটি, এমন সন্দেহ বাসা বেঁধেছিল অনেকের মনেই। অবশেষে সব অভিযোগ ছাঁপিয়ে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’।    তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। জানা যায়, বুধবার (৫ জুন) অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে ‘তুফান’ সিনেমার পরিচালক-প্রযোজকদের কাছে।    বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।  মূলত অ্যাকশন ধাঁচে নির্মিত হয়েছে শাকিবের ‘তুফান’। ইতোমধ্যে রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির প্রকাশিত টিজার ও গান ‘লাগে উরাধুরা’ গানটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে দুই বাংলায়।  প্রসঙ্গত, ‘তুফান’সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। এতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।   
০৫ জুন ২০২৪, ১২:১৬

১২ লাখ টাকার জায়েদ খানের সঙ্গে ছাগল ফ্রি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ পরাগলপুর গ্রামে নিরব এগ্রো ফার্মে তিন বছর ধরে লালন-পালন করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ‘জায়েদ খান’ নামের ষাঁড়টিকে। এটি লালন-পালন করছেন রমজান আলী বাচ্চু ও আনোয়ার হোসেন।  জানা গেছে, লাল রঙের শাহিওয়াল জাতের ষাঁড়টি ডিগবাজি দেয় বলে নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। ওজন প্রায় ৯৫০ কেজি। দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা। তবে ষাঁড়টির সঙ্গে একটি ছাগল ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক। তবে দরকষাকষির মাধ্যমে দাম কমানোর সুযোগ রয়েছে।  রমজান আলী বাচ্চু বলেন, গম, ভুট্টা, সবুজ ঘাস ও ফলমূল খাওয়ানোর মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটাতাজা করা হয়েছে ষাঁড়টি। সময়মতো খাবার না পেলে রেগে যায় ‘জায়েদ খান’। এই ষাঁড়টির খাবার ও দেখাশোনার জন্য দৈনিক প্রায় ৫০০ টাকা খরচ করতে হয়।  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ গণমাধ্যমকে জানান, খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার ৫০ হাজার ৭৩৯টি পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ২২ হাজার ৪১৩টি ষাঁড় ও বলদ, ১৪ হাজার ১৫২টি গাভি, চার হাজার ৬১১টি মহিষ, ৯ হাজার ৫৬৩৫টি ছাগল ও ভেড়া রয়েছে।   
০৪ জুন ২০২৪, ১৮:২৪

সাইফার মামলায় ইমরান খানের বেকসুর খালাস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে সাইফার মামলা থেকে খালাস পেয়েছেন। এ ছাড়া একই মামলা থেকে পিটিআইর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে। সালফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশীকে জেলেই থাকতে হবে। কারণ, ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে মাহমুদ কুরেশীকে ৯ মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত।  উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান খান ও কুরেশীকে সাইফার মামলায় ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।  সূত্র: খবর ডন, জিও নিউজ
০৩ জুন ২০২৪, ১৯:৩৬

শাকিব খানের রজতজয়ন্তীতে যা বললেন অপু বিশ্বাস
দেখতে দেখতে ঢালিউডে ২৫ বছর অতিক্রম করলেন শাকিব খান। গত ২৮ মে অভিনেতার রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, নির্মাতা ও চলচ্চিত্রাঙ্গনের সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব ও অপু বিশ্বাস। একটি-দুটি নয়, প্রায় ৭০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তারা। যদিও এখন দুজনেই হাঁটছেন ভিন্ন পথে।  তবে অভিনেতার রজতজয়ন্তীর উদযাপন থেকে নিজেকে বঞ্চিত করেননি অপু। অন্য সবার মতো শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।  গত মঙ্গলবার শাকিবকে অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন অপু। যদিও ছবির ক্যাপশনে সামান্য রহস্য রেখেছেন এই অভিনেত্রী। রজতজয়ন্তী উপলক্ষে একটি গণমাধ্যমে শাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন— ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং তাদের সন্তান আব্রাহান খান জয়। এরপর শাকিব খানকে উদ্দেশ করে চিত্রনায়িকা লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপুর পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে রহস্য। ৭২টি ছবির কথা লিখে এই জুটির নির্মিত সিনেমার সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু।  তবে কোটি টাকার কাবিন লিখে কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী, সেখানে রয়েছে রহস্য। এ ছাড়া স্ত্রী ও তাদের সন্তানের কথা সবারই জানা। বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।     
৩০ মে ২০২৪, ১৩:০৫

নিপুণকে নিয়ে জায়েদ খানের বিস্ফোরক মন্তব্য
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। ইতোমধ্যে কাজও শুরু করেছেন তারা। এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে বুধবার (১৫ মে) হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। বুধবার (১৫ মে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি বলেন, একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে, যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা তিনি করে দেখিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে তখন বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অথচ ওনার এত দিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। জায়েদ খান আরও বলেন, এমন নিচুমনা শিল্পীকে সবার এড়িয়ে চলা উচিত। এক মুখে কত কথা বলেন। উনি শিল্পী নামের কলঙ্ক। আইন বা রিটের বিষয়ে তো আমি কিছু বলতে পারব না, তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার তার উল্টো কথা।  প্রসঙ্গত, দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
১৫ মে ২০২৪, ২২:২০

মা দিবসে রুনা খানের আবেগঘন বার্তা 
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে বেশ কিছু নাটক-সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ৪১ বছর বয়সে এসেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। আজ ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন রুনা।  রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রকাশ করেছেন মাকে নিয়ে কিছু অনুভূতি।  রুনার পোস্টটি পাঠকদের সুবিধার জন্য হুবহু তুলে ধরা হলো—  তার সঙ্গে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত— তোমরা কি দুজন বোন?   আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনও তরুণী। বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন, উদার, অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাক, এমনই সুন্দর থাক, ভালোবাসা। ‘হ্যাপি মাদারস ডে’ আম্মা। 
১২ মে ২০২৪, ১৫:৪৯

তারিক আনাম খানের জন্মদিনের ভাবনা
শোবিজের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। শুক্রবার (১০ মে) ছিল অভিনেতার ৭১তম জন্মদিন। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও। শনিবার (১১ মে) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তারিক আনাম। সেখানে জন্মদিন নিয়ে নিজের ভাবনা বর্ণনা করেছেন এই অভিনেতা। তারিক আনামের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— ‘আমার জন্ম তিন বোনের পর। বৈশাখ মাস। আমার মনে হয়, মা খুব ভাবনায় ছিলেন। এবারও কি মেয়ে? সে সময় এ ধরনের ভাবনা খুব স্বাভাবিক ছিল (এখনও আছে বোধ হয়)। ধরে নিই আমার মা খুব খুশি হয়েছিলেন ছেলে হয়েছে দেখে। মায়ের মুখের মিষ্টি হাসিটা আমি দেখতে পাই। বোধ হয় তখন থেকেই মানুষের হাসিমাখা মুখ আমাকে আনন্দিত করে। তাই হয়তো নাটকে অভিনয়ে আনন্দিত মানুষের মুখ আমাকে আন্দোলিত করে। তাই হয়তো কমেডির প্রতি আমার বেশি টান। তাই কি? জানি না। মঞ্চে কমেডি করেছি অনেক। মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। সমাজ, মানুষ, কষ্ট দুঃখ হাসি আনন্দ জয়-পরাজয় যুদ্ধ, মৃত্যু সব কাছ থেকে দেখেছি।   আমাদের বৃহত্তর পরিবারে রসবোধ, হাসি-ঠাট্টা নিত্যদিনের সাথী। কমেডি বা হাসি মানে শুধু বিনোদন না। হাসির আড়ালে দুঃখও থাকে। চার্লি চ্যাপলিন তাই আজও বড় প্রিয়। মুগ্ধ হয়ে দেখি। কমেডির মধ্যে শ্লেষ, বিদ্রুপ বিদ্রোহ থাকে। প্রতিবাদ থাকে। জন্মদিন মানেই আমার কাছে ছেলেবেলা। তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আউড়াতেন। মা একটু বিশেষ কিছু করতেন। ভাইবোনরা ক্ষ্যাপাত-ব্যাস ওইটুকু। এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে, আবেগ তাড়িত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। আজও আনন্দিত মুখ, হাসিমাখা মুখ আমাকে খুশি করে। যদি আমার কারণে তা হয়, তাহলেই এই মানবজনম সার্থক।  যারা বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার কথা ১ মিনিটের জন্যও ভেবেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। নিজের মতো করেই খুশি থাকুন, আনন্দিত জীবন হোক সবার। ভালোবাসা সকলকে।’
১১ মে ২০২৪, ১৫:১৬

সালমান খানের ‘ভালোবাসার চিঠি’ ভাইরাল
বলিউড অভিনেতা সালমান খানের হাতে লেখা একটি চিঠি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৯৯০ সালের ওই চিঠিটি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আর আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কারণ, চিঠিতে উল্লেখ আছে ভালোবাসার কথা।  কার উদ্দেশে এই ভালোবাসার কথা লিখেছিলেন বলিউড ভাইজান? তবে কি সেটা প্রেমপত্র ছিল? হ্যাঁ, প্রেমপত্র তো বটেই।  তবে তার প্রেমিকা ছিল দর্শক।  ব্যাপারটা একটু খোলাসা করা যাক। ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পায় সালমান-ভাগ্যশ্রী জুটির ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমাটি। সেই সময় এটি বক্স অফিসে হইচই ফেলে দেয়। রেকর্ড ব্যবসা করে। নায়ক হিসেবে প্রথম সিনেমা সুপারহিট হওয়ায় সালমান আবেগঘন কথামালায় দর্শকদের উদ্দেশে লিখেছিলেন একটি প্রেমপত্র।  কী লেখা ছিল সেই চিঠিতে?  সালমান লেখেন, আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা বিষয় জানুন। আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।  চিঠিতে তিনি আরও লেখেন, আমি সিনেমা করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার-বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ, আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার কোনো সিনেমার ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সেটা একটা ভালো সিনেমা হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব। শেষে বলিউডের দাবাং খান লেখেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ। প্রসঙ্গত, সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সালমান খান। নাম ‘সিকান্দার’। সব ঠিক থাকলে ২০২৫ সালের ঈদে এটি মুক্তি পাবে।
০৭ মে ২০২৪, ১২:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়