• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফখরুল বললেন, পরিবর্তনটা আনেন, ধানের শীষ কাজ করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:২৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একতরফা জয়ী হতে চায়। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের নিজ নির্বাচনী এলাকা বলিতাপাড়া মাদরাসা মাঠে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু আমরা আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার জনগণ মাঠে আছে।

উপস্থিত জনতার উদ্দেশে এ সময় বিএনপি মহাসচিব হাত নেড়ে বলেন, কি আছেন না আপনারা? আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের অধিকার ভোট দেওয়া।

ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করবো, আপনারা পরিবর্তনটা আনেন। ধানের শীষ কাজ করবে। অতীতে করেছে ভবিষ্যতেও করবে। এবার শেষ লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে হবে ।

মির্জা ফখরুল বলেন, এ সরকার ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল। চাকরি নাই, দিয়েছে মামলা আর হামলা। ঐক্যজোট-বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিতদের চাকরি দেবে। আর চাকরি যতদিন হবে না ততদিন বেকার ভাতা দেবে। কৃষক ভাইদের সারের দাম কমানো হবে।

তিনি বলেন, এ সরকার ক্ষমতায় বসে নির্বাচন করছে, এটি শিয়ালের কাছে মুরগি আদি দেয়ার মতো। ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে প্রথম আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

মির্জা ফখরুল প্রশাসন ও ভোটের দায়িত্বে থাকা দায়িত্ব প্রাপ্তদের উদ্দেশ্য করে বলেন, ব্যক্তি বা দলের হয়ে কাজ করবেন না। জনগণের কল্যাণে কাজ করবেন। অন্যায় আদেশ মেনে নেবেন না।

এসজে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh