• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বৈধ প্রার্থী হতে ইসিতে রুহুল আমিন হাওলাদারের আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছেন।

মঙ্গলবার দুপুরে হাওলাদারের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম এ আবেদন জমা দেন।

প্রার্থীতা ফিরে পেতে আবেদন করার পর নজরুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। কিন্তু আমরা ৮ নভেম্বর (তফসিল ঘোষণার দিন) নির্বাচন কমিশনকে জানিয়েছি উনি ঋণখেলাপি নন। নিয়ম মেনেই উপযুক্ত প্রমাণাদিসহ আপিল করা হয়েছে।’

আপিলের দ্বিতীয় দিনে বেলা ২টা পর্যন্ত ১১৫ জন আপিল করেছেন। ৩০৬৫টি মনোনয়নপত্র জমার পর রোববার বাছাইয়ে বাতিল হয় ৭৮৬টি।

এরমধ্যে সোম ও মঙ্গলবার দুদিন মিলিয়ে দুই শতাধিক ব্যক্তি প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। বুধবারও আপিল আবেদন জমা নেবে ইসি।

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা হবে না: সিইসি
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
প্রথম ধাপে ইভিএম ব্যবহার নিয়ে ইসির নির্দেশনা 
X
Fresh