• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দলীয় কোন্দলে বিভক্ত সিলেট জেলা বিএনপি

সিলেট প্রতিনিধি

  ১৫ নভেম্বর ২০১৯, ২০:১৬
দলীয় কোন্দল বিভক্ত সিলেট বিএনপি

দলীয় কোন্দলে জর্জরিত সিলেট জেলা বিএনপি। যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে জেলা নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেন্দ্রে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সিনিয়র নেতা ও সিটি মেয়র আরিফুলসহ চারজন।

জেলা বিএনপির আহ্বায়কসহ অপরপক্ষ বলছে, যোগ্যদের নিয়েই নতুন কমিটি হয়েছে। মেয়র আরিফ সুবিধা করতে না পেরে পদত্যাগের নাটক করেছেন।

সিলেটে প্রায় ১৯ বছর পর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়। সিদ্দিকুর রহমান পাপলুকে জেলা যুবদল এবং নজিবুর রহমানকে মহানগর যুবদলের আহ্বায়ক করা হয়।

এ কমিটি নিয়ে দুই ভাগে বিভক্ত সিলেটের বিএনপি নেতারা। তাদের বিরোধ এখন প্রকাশ্যে। নতুন কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে পদত্যাগের ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেনসহ চারজন। তাদের অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টার সমর্থকরাই শুধু কমিটিতে শুধু পেয়েছে।

এসব অভিযোগকে ভিত্তিহীন বলছে অপরপক্ষের নেতারা। তাদের দাবি, এবার পদ বাণিজ্য করার সুযোগ পাননি আরিফুল। বেগম জিয়ার মুক্তি আন্দোলন বেগবান ও যুবদলকে শক্তিশালী করতে নতুন কমিটি কাজ করবে বলে জানান নেতারা।

পি

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ছেলের হাতে বাবা খুন
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল
বিয়ের তিন দিন আগে বিএনপি নেতার মেয়েকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা!
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
X
Fresh