Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ মে ২০২১, ৪ জ্যৈষ্ঠ ১৪২৮

আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ২২:১৯

করোনা আক্রান্ত খালেদা জিয়ার প্রথম রোজা যেমন কাটলো

করোনা আক্রান্ত খালেদা জিয়ার প্রথম রোজা যেমন কাটলো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ায় এক পর্যায়ে ঘর বন্দি অবস্থায় প্রথম রোজা পালন করলেন। কোরআন তেলোয়াত, তসবীহ-তাহরিমা, দোয়া-দরুদ, নামাজ পড়ে সময় কাটছে উনার (খালেদা)। তার বোন সেলিমা ইসলামের বরাত দিয়ে বুধবার (১৪ এপ্রিল) রাতে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল বলেন, টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। সকলে ম্যাডামের জন্য দোয়া করবেন।

খালেদা জিয়ার বোনের বরাত দিয়ে শায়রুল কবির জানান, রমজানের প্রথমদিন তার ছোট ভাইয়ের বাসা থেকে ‘ফিরোজায়’ ইফতারসামগ্রী পাঠানো হয়। করোনা আক্রান্ত হওয়ায় কেউ বাসায় না গেলেও সকলেই তার খোঁজ-খবর রাখছেন।

গত রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান।

এফএ

RTV Drama
RTVPLUS