• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে আমরা এখন সংকটে: কাদের

কক্সবাজার প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০২০, ১৯:৪১
রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে আমরা এখন সংকটে: কাদের
কক্সবাজার জেলা আওয়ামী লীগের কর্মীসভায় ওবায়দুল কাদের, ছবি: আরটিভি অনলাইন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে গিয়ে আজ আমরা মানবিক সংকটে পড়েছি। রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে তাদের জনগণকে তাদের দেশে ফিরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ আতঙ্কে আছে।

বিএনপিকে নিয়ে কাদের বলেন, বিএনপির সবকিছুতে এখন ভাটা। তাদের আন্দোলনেও ভাটা পড়ে গেছে, নির্বাচনেও ভাটা পড়ে গেছে। আর কখনো তাদের জোয়ার আসবে না। আওয়ামীলীগ যদি ঐক্যবদ্ধ থাকে বিএনপি আর কখনো জোয়ারের দেখা পাবে না। দুঃসময়ের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তাই দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh