logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

দেশের চার কোটি মধ্যবিত্ত কর দেন না: অর্থমন্ত্রী

  টাঙ্গাইল প্রতিনিধি

|  ১৫ নভেম্বর ২০১৯, ২২:১৮
চার কোটি মধ্যবিত্ত কর
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: আরটিভি অনলাইন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে কর প্রদানকারীদের সংখ্যা বৃদ্ধি করা হবে। এখন যারা কর দেন তারা তুলনামূলকভাবে বেশি রেট দিচ্ছেন। দেশের চার কোটি মানুষ আছে মধ্যবিত্ত, যারা কর দেন না। তাদের সবাইকে করের আওতায় আনা গেলে, হারাহারিভাবে রেটটা অনেক কমে যাবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট আয়োজিত দানবীর রণদাপ্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে পেঁয়াজ আমদানির ওপর সরকারকে কোনো আমদানি শুল্ক দিতে হয় না। পেঁয়াজ আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অর্থসহ যে কোনো ধরনের সহায়তা চাইলে অর্থ মন্ত্রণালয় তা দিতে প্রস্তুত রয়েছে। পেঁয়াজের বিষয়টি যদিও অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। অর্থ মন্ত্রণালয়ের কাজ হলো অর্থ দেওয়া। পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেয়া হবে। আমার জানা মতে পেঁয়াজ নিয়ে সংকট তৈরি হওয়ার সাথে সাথে পেঁয়াজের উপর ইমপোর্ট ডিউটিও বাতিল করা হয়েছে। তাই পেঁয়াজ আমদানির ক্ষেত্রেও কোনো বাধা থাকার কথা নয়। গতকাল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করবে।

সন্ধ্যায় তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগে করেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন- কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ও অধ্যক্ষ, ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি। সভাপতিত্ব করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিবপ্রসাদ সাহা।

এসময় অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদাত হোসেন সুমনসহ কুমুদিনী কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তা, কর্মচারী ও কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে রাতে মন্ত্রী দানবীর রণদাপ্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তীর কেক কাটেন। এর আগে অর্থমন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আওয়ামী লীগ এর সর্বশেষ
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়