• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাইকে হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি

  ১০ এপ্রিল ২০১৯, ২০:০৬
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের মির্জা, ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের পরিচয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের মির্জাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে আব্দুল কাদের বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার দিনগত রাত ৮টা ২০ মিনিটে একটি নম্বর (০১৩০৬৯৮২০৩৭) থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তাকে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) তন্ময় পরিচয় দিয়ে অসংলগ্ন কথাবার্তা ও হুমকি প্রদান করে। বিষয়টি সন্দেহজনক হলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে কলটি কেটে দেয়। পরে তিনি বিষয়টি নোয়াখালীর জেলা প্রশাসককে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh