DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

মায়া বাদ, চাঁদপুর-৪ আসনে প্রেসক্লাব সভাপতি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২২
চাঁদপুরের পাঁচটি আসনের দুটিতে প্রার্থী রদবদল করেছে আওয়ামী লীগ। এসেছে নতুন প্রার্থী। বাদ পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

আজ শুক্রবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি চূড়ান্ত প্রার্থীদের কাছে পাঠানো হয়।

জানা গেছে, চাঁদপুর-২ ( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল আমিনকে। 

প্রাথমিক মনোনয়নে দুজনের নাম ছিল। অন্যজন ছিলেন বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বাদ পড়েছেন। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে।  বর্তমান সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া তালিকা থেকে বাদ পড়েছেন।

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়