• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় এবার প্রাণ গেলো মুক্তিযোদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০২০, ১৬:৩৭
This time the freedom fighter died in Corona
করোনায় মারা যাওয়া মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন খান, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন খান। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি ওয়ার্ড সভাপতি ছিলেন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরেই বেলায়েতের করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, মুক্তিযোদ্ধা বেলায়েত ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

৬৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় তার বাসা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
X
Fresh