• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০২০, ১৬:৫৩
গণফোরাম

কেন্দ্রীয় কমিটি বিলুপ্তের পর গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দলটির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির সদস্যদের নাম জানানো হয়।

এর আগে গত ৪ মার্চ কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সভাপতি কামাল হোসেন নিজেই এবং সাধারণ সম্পাদক করা হয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াকে।

ড. কামাল হোসেন স্বাক্ষরিত ৪ মার্চের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সাংগঠনিক স্থবিরতা দূর করার লক্ষে গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিল একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনের পরিবর্তে তিন-চারজন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দমতো কেন্দ্রীয় কমিটি গঠন করে সভাপতির অনুমোদন গ্রহণ করেন। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনে গতি সৃষ্টির পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়। কতিপয় দায়িত্বশীল নেতা তাদের আচার-আচরণে দায়িত্বহীনতার পরিচয় দেন এবং সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। গণমাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠেনের বৃহত্তর স্বার্থে কোনোভাবেই মেনে নেয়া এবং চলতে দেয়া যায় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, এ অবস্থায় বিশেষ কাউন্সিল ২০১৯ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে গণফোরামের সভাপতি হিসেবে আমি ৫ মে ২০১৯ তারিখ ঘোষিত কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক দায়-দায়িত্ব পালনের জন্য ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করছি। আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম মার্চ মাসের মধ্যে ঘোষণা করা হবে।

দলের মধ্যে বিতর্কিতদের বাদ দিয়ে গণফোরামের ১৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো যারা ড. কামাল হোসেনকে না জানিয়ে গণফোরামের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা করেছে তাদেরকে ‘বিতর্কিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
X
Fresh