• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিশিরাতের সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেই চলছে: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২
বিদ্যুৎ বিএনপি রিজভী
ফাইল ছবি

সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা না করে সম্পূর্ণ গণবিরোধী নিশিরাতের সরকার বিদ্যুৎ ওয়াসার পানির মূল্যবৃদ্ধি করছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

সময় তিনি বলেন, গণমানুষ, ভোক্তা অধিকার কিংবা ব্যবসায়ী সংগঠনগুলোর যুক্তি-অনুরোধ কোনও কিছুরই তোয়াক্কা না করে যখন মন চাচ্ছে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে জনগণকে শোষণ করে আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে

রিজভী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাণিজ্য মন্দা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দর পতনের মধ্যেই দেশে সব পর্যায়ে বিদ্যুতের পাইকারি খুচরা মূল্যবৃদ্ধির একমাত্র কারণ হলো লুটপাট মূল্যবৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের পকেট থেকে বছরে দুই হাজার কোটি লুটে নেবে আওয়ামী লীগ সরকার

তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে নিয়ে নয় বার বাড়ানো হলো বিদ্যুতের দাম বারবার বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে শিল্প মালিকদেরও ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা দেশীয় শিল্প কারখানা ধ্বংস করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধের মাধ্যমে দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে

রিজভী বলেন, জনগণ বিশ্বাস করে, আদালতের নূনতম স্বাধীনতা থাকলে বেগম খালেদা জিয়া জামিন পেতেন দেশে ফাঁসির আসামিরাও জামিন পায় শত শত কোটি টাকা লুট করা ব্যক্তিরাও জামিন পায় অথচ একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সা আর প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে নিজের পছন্দমতো সুচিকিৎসার সুযোগ দিতে জামিনও দেয়া হচ্ছে না

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh