• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

হরতালের কোনো প্রভাব নেই ঢাকায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬
হরতাল
হরতালে রাজধানীর জনজীবনে প্রভাব পড়েনি: ফাইল ছবি

বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দোকানপাট যেমন খুলেছে, তেমনি রাস্তায়ও যান চলাচল স্বাভাবিক।

ঢাকার দুই সিটি করোপরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির হরতালে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম শনিবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লা ঘুরে দেখা যায়, দোকানপাট অন্যান্য দিনের মতোই খোলা। সড়কে যান চলাচলও স্বাভাবিক। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে।

রোববার সকালে মিরপুর, ফার্ম গেইট, তেজগাঁও, মোহাম্মদপুর, শ্যামলী, আসাদগেইট এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন গন্তব্যের বাস চলছে। এ ছাড়া এসব এলাকায় বেশির ভাগ দোকানপাট খোলা রয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে স্বাভাবিকভাবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা চলছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
X
Fresh