• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৩
বিএনপি, আওয়ামী লীগ,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফখরুলের সঙ্গে দেখা হলে তিনি কুশলাদি বিনিময় করেন। একপর্যায়ে ফখরুলের কাছে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী।

ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’ পরে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না।’

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছেও ভোট চান উত্তরের মেয়র প্রার্থী আতিক।

আগামী শনিবার ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তার বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নৌকার টিকিট পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। তার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন অবিভক্ত ঢাকা সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
X
Fresh