• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির সর্বত্রই খরা: কাদের

নীলফামারী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১৬:২১
বিএনপির সর্বত্রই খরা: কাদের

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অথবা আন্দোলনে বিএনপির জোয়ারের প্রমাণ কোথায় পাবো। আন্দোলনে তাদের খরা, নির্বাচনেও তাদের খরা। তাদের জোয়ার কোথায় এলো আমরা তো দেখলাম না। দেশের মানুষ দেখেনি। জোয়ার প্রমাণ করতে হবে নির্বাচনে অথবা আন্দোলনে। তাদের সর্বত্রই খরা, জোয়ার কোথায় এলো।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি ডিজিটাল বাংলাদেশ চাই, এজন্য নির্বাচনেও ডিজিটাল পদ্ধতি চাই। দলীয়ভাবে আমরা ইভিএম চাই। তবে নির্বাচন কমিশন যে পদ্ধতি চাবে আমরা তা মেনে নেবো।

তিনি বলেন, আসলে বিএনপি এনালগ বাংলাদেশ চায়। ডিজিটাল বাংলাদেশ চায় না।

এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মন্ত্রী সৈয়দপুর সড়ক ও জনপথ ডাকবাংলোতে রংপুর জোনের উন্নয়ন কার্যক্রমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh