logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১০ জানুয়ারি ২০২০, ১৪:১২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৪:১৯
আ.লীগ শ্রদ্ধা বঙ্গবন্ধু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা জানান।  এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, সিকদার নূর মোহম্মদ দুলু, সাধারণ-সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের ও উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বঙ্গবন্ধুর সমাধি এলাকা প্রদক্ষিণ করে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়