logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ফখরুলের চিঠি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গিয়ে মির্জা ফখরুলের চিঠি পৌঁছে দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যসহ ১১ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছেন।

জানা গেছে, খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে কথা বলার জন্যই মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকার দুই সিটির নির্বাচনে দলীয় প্রার্থী ও কর্মীদের হয়রানির বিষয় নিয়েও তারা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

এসজে

RTVPLUS