• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগকে অনেক অপবাদ দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০২০, ১১:৫৯
আওয়ামী লীগকে অনেক অপবাদ দেয়া হয়েছে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

আওয়ামী লীগ নেতারা আধুনিক না বা স্মার্ট না, আওয়ামী লীগে শিক্ষিত লোক নেই এমন অনেক অপবাদ দেয়া হয়েছে। কিন্তু যারা নিজেদের স্মার্ট বলে ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের অর্থনৈতিক সক্ষমতার জন্য স্মার্টনেস দেখিয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই দেখিয়েছে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হয়। আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। কিভাবে রাজনৈতিক সংগঠন করতে হয়, সেটা শিখিয়েছে আওয়ামী লীগই।

তিনি বলেন, আজ আওয়ামী লীগের রাজনীতির কারণেই দেশ উন্নয়নের দৃষ্টান্তে পরিণত হয়েছে। সেটা এখন সারাবিশ্বে স্বীকৃত। মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়। এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।

সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে যৌথ সভা শুরু হয়। গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর এই প্রথম যৌথ সভা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh