• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর নির্দেশে রাজাকারের তালিকা সংশোধন হচ্ছে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৪
প্রধানমন্ত্রী রাজাকার সংশোধন কাদের

কথিত রাজাকারদের তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজাকারদের ওই তালিকা সংশোধন করা হচ্ছে।

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলে ২১তম জাতীয় সম্মেলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজাকার তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘বিষয়টা আমাদের নজরে এসেছে। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও তা জানেন। মুক্তিযুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে। কাজেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়।’

এ সময় তিনি জানান, ‘বিজয় মাসে ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের শেকড়ের সাথে সম্পৃক্ত। সেজন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না। পদ-পদবীর ইচ্ছা সবার থাকতে পারে, তবে সেটি যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনো পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে, তবে নেত্রীর সিদ্ধান্ত শেষ কথা।’

আওয়ামী লীগের এবারের কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত রোববার (১৫ ডিসেম্বর) প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কিন্তু সেই তালিকায় দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে। এরপর থেকেই অনেকেই দাবি করছেন, প্রকাশিত রাজাকারের তালিকা এখনই সংশোধন করে প্রকৃত রাজাকারদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ক্যাডারদের ২৩ নামের ভুল সংশোধন করে প্রজ্ঞাপন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh