• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাদের মোল্লাকে শহীদ বলায় জিএম কাদেরের প্রতিবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে দৈনিক সংগ্রামে খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।

একাত্তরে বাঙালির বিজয়ের শেষলগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়ে জিএম কাদের বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল ঘাতকরা। পাকিস্তানি হানাদার বাহিনীর সেই ষড়যন্ত্র সফল হয়নি।

বিরোধীদলী উপনেতা বলেন, যারা দেশমাতৃকার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবো।

বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh