logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

সিলেটে বিএনপির মিছিল ককটেল বিস্ফোরণ

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৯ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫
ককটেল বিস্ফোরণ সিলেট
প্রতীকী ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশের পরেই সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিল সুরমা পয়েন্টে এলে ককটেল বিস্ফোরিত হয়।

এর আগে মিছিলটি সিলেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তালতলা পয়েন্টে গিয়ে সড়কে অবস্থান নেয়। তালতলা এলাকায় রাস্থা অবরোধ করেন  বিএনপির নেতাকর্মীরা। এ সময় রাস্থার  দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ অবরোধ করে পরে আবারও মিছিল নিয়ে সুরমা পয়েন্টে আসেন তারা। মিছিল থেকে সুরমা পয়েন্টে একটি ককটেল বিস্ফোরিত হয়। মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়