• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শাজাহান খান গণবাহিনীর ডাকাত ছিলেন, নিক্সনের বক্তব্যে তোলপাড় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান গণবাহিনীর ডাকাত ছিলেন।

তার এ বক্তব্যে মাদারীপুরজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকায় সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। বক্তব্য দেয়া (রেকর্ডকৃত) একটি ভিডিও যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তোলপাড় শুরু হয় মাদারীপুর জেলা জুড়ে। রেকর্ডকৃত বক্তব্যটি ৯ মিনিট ৩১ সেকেন্ডের।

এ নিয়ে শাজাহান খান সমর্থিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে। মাদারীপুর শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। সেখানে স্লোগান দেন শাজাহান খান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতাকর্মীরা আরো বলেন, নিক্সন চৌধুরীর দুই গালে, জুতা মারো তালে তালে।

মজিবুর রহমান নিক্সন চৌধুরী দেয়া বক্তব্য থেকে আরো শোনা যায়, ‘তেলা পোকাও একটা পাখি আর শাজাহান খানও মানুষ। মাদারীপুরে একটি কাগজের বাঘ রয়েছে, তাকে ধরে খাঁচায় ভরে ফেলবো। খাল খননের সময় যদি ভাঙ্গা উপজেলার মধ্য থেকে এক কোদাল মাটি কাটা হয়, তাহলে শাজাহান খানের বাড়িঘর কেটে নিয়ে আসবো। তার রাজনীতির ১২টা বাজাইয়া ছাড়বো। আমার সাথে খেলতে আইসেন না শাজাহান খান। কারণ, আমার জন্মের পর আমার বাপে আমারে পেলেয়ার বানাইছে। শাজাহান খান আপনি ভাড়ায় খেলতে আইসেন না। নিক্সন চৌধুরী যদি খেলতে যায়, তাহলে আপনার মাটিসহ কেপে যাইবে।’

শাজাহান খানের চরম সমালোচনা করে নিক্সন চৌধুরী বলেন, ‘শাজাহান খানের সব লাগে। তার এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়। তার স্ত্রীর মহিলা এমপি লাগে। ছোট ভাইয়ের উপজেলা চেয়ারম্যান। ওনার ছেলের জেলা ছাত্রলীগের সভাপতি লাগে। ওনার পরিবারেই সব দরকার। আর কারো রাজনীতি করার দরকার নাই।’

উল্লেখ্য, মজিবুর রহমান নিক্সন চৌধুরীর জন্মস্থান মাদারীপুরের শিবচর উপজেলা। তার বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তার বড় ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন বর্তমানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ। নিক্সন চৌধুরী ফরিদপুর জেলার ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলার অর্থাৎ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে এমপি নির্বাচিত।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
X
Fresh