• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি স্বাধীনতাবিরোধী চক্রের অংশ: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১২
বিএনপি স্বাধীনতাবিরোধী চক্রের অংশ: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ, সেটি তারা তাদের আচরণ দিয়ে আবারও প্রমাণ করেছে। বিএনপির জন্য এই ধরণের আচরণ নতুন কোনও ঘটনা নয় উল্লেখ করে তিনি আরও বলেন আপনারা জানেন বিএনপির এর আগেও কোর্ট প্রাঙ্গণের ভেতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিলো।

শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি তাদের আচার আচরণ সব সময়ই প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সংসদ ও আইন বিশ্বাস করে না। তারা সংসদকে তোয়াক্কা করে না। বৃহস্পতিবারের ঘটনাটিও আমি মনে করি ভিন্ন কিছু করেনি। সর্বোচ্চ আদালতে বিএনপির এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সারাদেশের মানুষের কাছে ফুটে উঠেছে।

পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর স্টেডিয়ামে জাতীয়, ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ১৮তম চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি ক্রীড়া সংস্থার দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সদর উপজেলা ও কচুয়া উপজেলা দল।

এজে/জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
X
Fresh