logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর বিএনপির সমাবেশ

আগামী ২৩ নভেম্বর প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর (শনিবার) বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

ওই দিন ঢাকায় প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায়।

এসজে

RTV Drama
RTVPLUS