• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে চালের দামও বাড়াচ্ছে সিন্ডিকেট : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৩
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী ।। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পেঁয়াজের সঙ্গে চালের দামও ‘সিন্ডিকেটরা’ পাল্লা দিয়ে বাড়াচ্ছে।

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সিন্ডিকেটের নজর এখন চালের বাজারেও। পেঁয়াজের মতোই চালও জনগণকে বাড়তি দামে কিনতে হচ্ছে।

তিনি বলেন, গত কয়েকদিনে চালের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। দাম নিয়ন্ত্রণে সরকারের কোনও সংস্থার দৃশ্যমান পদক্ষেপ নেই।

রিজভী বলেন, সরকার বলছে- সারা দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোথাও চালের কোনও ঘাটতি বা সংকট নেই। তারপরও চালের দাম বাড়ছে। কারণ পেঁয়াজ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নেয়ায় চালের মজুতদাররা সরকারের কতিপয় এমপি-মন্ত্রী-ব্যবসায়ীর মদদে বেপরোয়া হয়ে উঠেছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নিজেকে মন্ত্রী ভাবি না, কর্মী ভাবি: সেতুমন্ত্রী (ভিডিও)
---------------------------------------------------------------

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, বিমানে উঠে গেছে পেঁয়াজ। আর কোনও সমস্যা নেই। অথচ আজকের পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, গত দেড় মাসে বিমানে করে পেঁয়াজ এসেছে মাত্র ১ হাজার ৬০০ কেজি অর্থাৎ দেড় টনের মতো। আর তিনি কী ঢাকঢোল পিটিয়ে ঘটা করে বলেছেন যে, প্লেনের উঠে গেছে পেঁয়াজ। জনগণ জানতে চায়, মাসের পর মাস সময় পেয়েও কেন পেঁয়াজ সংকটের সমাধান করা হল না?

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনজীবীদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে সরকার : রিজভী
সর্বোচ্চ আদালতকে অপবিত্র করেছে মাফিয়া সরকার : রিজভী
‘দেশের ৯৫ ভাগ মানুষ অবৈধ সরকারের বিপক্ষে’
মেধাহীন জাতি তৈরিতে সরকারি ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে : রিজভী
X
Fresh