• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করে জয়নাল হাজারীকে চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৯, ২০:২৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করে জয়নাল হাজারীকে চিঠি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করে চিঠি দেয়া হয়েছে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে। আজ সোমবার তিনি এ চিঠি গ্রহণ করেন।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে অনুষ্ঠিত দলের কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে জয়নাল হাজারীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করার খবর প্রকাশ পায়।

গত ২ অক্টোবর গণভবনে দলের কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত এক বৈঠকে শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মেননের ওয়ার্কার্স পার্টির কংগ্রেস বয়কটের ঘোষণা দিলেন ৬ শীর্ষ নেতা
---------------------------------------------------------------

তবে পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের কিছু জানেন না বলে উল্লেখ করেন।

তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নাল হাজারী ফেসবুক ভিডিওতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার তথ্য নিশ্চিত করেন।

ফেনী-২ আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জয়নাল হাজারী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
X
Fresh