• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নিজ দলের কঠোর সমালোচনা করলেন বিএনপি নেতা হাফিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৯, ১২:৫৭
মেজর হাফিজ উদ্দিন আহমেদ
নিজ দলের কঠোর সমালোচনা করলেন বিএনপি নেতা হাফিজ

বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলনে সফল না হওয়ায় নিজ দলের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দলের সিনিয়র নেতারা এতই টাকাকড়ির মালিক হয়েছেন যে আন্দোলনে নামতে ভয় পান।

বুধবার বিকেলে (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ওপর দায়িত্ব ছিল আমার গ্রেফতারের প্রতিবাদ করার। কিন্তু দুঃখের বিষয় তারা সেই প্রতিবাদ করতে পারেনি। ৩ বার জেলে গিয়েছি রাজপথ থেকে, আমাকে কিন্তু বাসার থেকে ধরেনি কখনো। একটা লোক ফোন করে খবর নেয়নি।

তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর এ দল করি, কোনও সহমর্মিতা নেই। কেন এই অবস্থা হলো এ দলের। কর্মীরা অনেক সাহসী, তারা কত ত্যাগ স্বীকার করেছে গ্রামেগঞ্জে, কর্মীরা সাহসী আছে নেতৃবৃন্দ দুর্বল। এদের কেউ কেউ এতো পয়সা বানিয়েছে যে রাজপথে রোদ লাগাতে ইচ্ছা করে না।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের তিন দিন আগে বিএনপি নেতার মেয়েকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা!
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
ট্রেনের ভাড়া বৃদ্ধির গুজব ছড়াচ্ছে বিএনপি : রেলমন্ত্রী
‘ফুলের মালা কখনও কখনও ফাঁসির দড়িও হতে পারে’
X
Fresh