logo
  • ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

‘আবরার হত্যা সাংগঠনিক সমস্যা নয়, গুটিকয়েক ব্যক্তির সমস্যা’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৯ অক্টোবর ২০১৯, ১৩:২৬ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৩:৩০
বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, আবরার হত্যাকাণ্ড হল প্রশাসনের গাফিলতি ছিল। বুয়েটসহ যেকোনো ক্যাম্পাসে এটা সাংগঠনিক সমস্যা নয়, গুটিকয়েক ব্যক্তির সমস্যা।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা প্রসঙ্গে আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় সংগঠনের গঠনতন্ত্রের বাইরে ব্যক্তিগত কোন কিছুর দায় সংগঠন নেবে না বলে জানিয়েছে লেখক ভট্টাচার্য বলেন, সংগঠনের ভেতরে অনুপ্রবেশকারীদের বিষয়ে নজারদারী অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে ছাত্রলীগ প্রশ্রয় দেয়নি। তিনি পলাতক বাকিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়া এজাহারভুক্ত ১৯ জনের বাইরেরও যদি কেউ থাকে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানান জয়।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়