• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

'ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড...'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩০

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। তবে বৈঠকের পরই ডাকসুর ভিপি নুরুল হক নুর পৃথক এক বিবৃতি দিয়েছেন। তাতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করে লিখেছেন, তিনি সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। তিনি মনে করেন, সংবিধান যেহেতু তা নিষিদ্ধ করেনি, ডাকসুরও তা নিষিদ্ধের এখতিয়ার নেই। ভিপি নুরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো।

'ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে। সেই সাথে ডাকসুকে বলা হয় ছাত্ররাজনীতির সর্বোচ্চফোরাম। জাতির প্রয়োজনে বিভিন্ন মতাদর্শের ছাত্রসংগঠনগুলোও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ হয়েছে। সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরসহ ধর্মভিত্তিক ( সকল ধর্ম ) সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা। এই ঐতিহাসিক সত্যই এতদিন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এই ঐতিহাসিক সত্য অস্বীকার করে বর্তমান ডাকসু ভিপি নূরু বিবৃতি দিলেন ছাত্রশিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্য।

ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড...'

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh