logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

সিলেটে চলছে বিএনপির সমাবেশ

সিলেট প্রতিনিধি
|  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬
সিলেটে চলছে বিএনপির সমাবেশ
সিলেটে চলছে বিএনপির সমাবেশ ।। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ওলামা দল জেলা সাধারণ সম্পাদক মওলানা নুরুল হক। পরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মোনাজাত পরিচালনা করেন ওলামাদল জেলা সভাপতি মওলানা ফয়েজ আহমদ।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশের সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরাও।

সমাবেশ পরিচালনা করছে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী। 

এর আগে, দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে  শাহজালাল ও শাহপরান ( র.) এর মাজার জিয়ারত করেছেন নেতারা। তারা মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।   

সমাবেশে উপস্থিত আছেন- দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, আব্দুল হক, তাহসীনা রুশদীর লুনা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মজিবুর রহমান, শফিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়