logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

গাজীপুরে খালেদার মুক্তির দাবিতে রাজপথে নেতাকর্মীরা

মানববন্ধন, জিয়া, চেয়ারপারসন
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে বিএনপি।

শুক্রবার সকালে রাজবাড়ী রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাজীপুর মহানগর ও যুবদল অংশ নেয়।

মানববন্ধনে মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী ও রফিকুল ইসলাম রফিক।  

মানববন্ধনে মহানগর ও জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।

আরো পড়ুন: আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে বলা আছে: কাদের (ভিডিও)

জেবি

RTVPLUS