• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের আসন ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি (ভিডিও)

মাইদুর রহমান রুবেল

  ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩

রংপুর-০৩ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে সরগরম হচ্ছে জেলার রাজনৈতিক অঙ্গন। নিজেদের আসন ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। আওয়ামী লীগের প্রত্যাশা উন্নয়নের কথা মাথায় রেখে তাদের পক্ষে রায় দেবে জনগণ। আর বিএনপি বলছে মানুষের ভোটাধিকার রক্ষায় নির্বাচনে অংশ নিচ্ছে তারা।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট আগামী ৫ অক্টোবর। তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা উত্তাপ ছড়ালেও প্রকাশ্যে আসেনি বিএনপি।

বিগত ৬টি নির্বাচনে আসনটিতে টানা জয় ধরে রেখেছিলো পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। তার অবর্তমানে সেই আসন বেহাত হওয়ার শঙ্কা থাকলেও আসনটি ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, একক প্রার্থী থাকবে তাদের। কেউ বিদ্রোহ করলে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

জাতীয় পার্টির মতো আওয়ামী লীগেও মনোনয়ন সংগ্রহ করেছে একাধিক প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের এই আসনে অন্তর্দ্বন্দ্ব মেটাতে না পারলে আসনটি ধরা রাখা দুষ্কর হবে জাতীয় পার্টির জন্য।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh