• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে রোববার থেকে সাংগঠনিক ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭
আওয়ামী লীগ,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

উপজেলা পরিষদ নির্বাচনের দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি শোকের মাস আগস্টে স্থগিত ছিল। এ কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হবে। দলীয় বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হবে।

তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। বৈঠকে দলের জাতীয় সম্মেলন নিয়ে আলোচনা হতে পারে। নির্ধারিত সময়ে জাতীয় সম্মেলন করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। কয়েকটি উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক ডাকা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৩০ এপ্রিল
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ 
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh