logo
  • ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৭

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ আগস্ট ২০১৯, ১৬:২৩
আওয়ামী লীগ উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। আজ শনিবার (১৭ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালে নোয়াখালীতে। স্কুলজীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে তার পথচলা। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রথম মঞ্চ নাটক করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি। পর্যায়ক্রমে নাট্যাঙ্গনে নিজেকে সমৃদ্ধ করেন তিনি। মঞ্চ নাটকের নির্দেশনার পাশাপাশি আতাউর রহমান রেডিও, টেলিভিশনেও অভিনয় করেছেন। লিখেছেন নাট্য বিষয়ক বই। নাট্যসমালোচক, উপস্থাপক, শিক্ষক, নাট্যকার, প্রবন্ধকার ও বক্তা হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে।

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়