• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সরকার জনগণকে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ আগস্ট ২০১৯, ১৪:১৪
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

অকার্যকর সরকার দেশের সাধারণ জনগণকে পদে পদে ঠেলে দিয়েছে মৃত্যুর ফাঁদে। ডেঙ্গু, বন্যাসহ নানা মৃত্যুফাঁদে নিপতিত সাধারণ জনগণ।

বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার সকালে নয়াপল্টন এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোটচুরির মাধ্যমে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার দেশে বর্বর বন্যশাসন জারি রেখেছে।

তিনি বলেন, একটা স্বাধীনরাষ্ট্রের জনগণের বেঁচে থাকার অধিকারসহ ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। মনে হচ্ছে আমরা এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার স্বেচ্ছাচারি জনপদে বসবাস করছি।

তিনি বলেন বলেন, যেখানে কারও কথা বলার স্বাধীনতা নেই, সরকারের সমালোচনা করার অধিকার নেই, গুম কিংবা বিনাবিচারে হত্যা নিত্যদিনের ঘটনা। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের মানুষের প্রাণহানি ঘটছে, অথচ সরকারপ্রধান দেশের বাইরে।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বাধীনতার চাবি বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না’
‘দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার’
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
X
Fresh