• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

২৮ জুলাই থেকে দলের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১৪:২৯
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বা বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দিয়ে অনেকেই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আগামী ২৮ জুলাই থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হবে। তাদেরকে শোকজের চিঠি দেয়া শুরু হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত প্রায় দুই শত নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো সাংগঠনিক সম্পাদকরা খতিয়ে দেখবেন। এরপর ২৮ জুলাই থেকে ব্যবস্থা নেয়া শুরু হবে।

সেতুমন্ত্রী বলেন, শোকজ পাবার তিন সপ্তাহের মধ্যে তারা জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিদ্রোহীরা আগামীতে মনোনয়ন পাবেন না।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
X
Fresh