• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি ৬৭টি মেডিকেল টিম গঠন করেছে: মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৯, ১৮:৩২
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি ৬৭টি মেডিকেল টিম গঠন করেছে মেয়র
ফাইল ছবি

ঢাকায় ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসি ৬৭টি মেডিকেল টিম গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে নাগরিকদের জন্য ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করা হবে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ সোমবার সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবাপক্ষ ২০১৯’ এর উদ্বোধন উপলক্ষে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিগত দুই তিন বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেশি। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। শতকরা ৯৮ ভাগ ডেঙ্গু রোগীর জ্বর ৮ থেকে ১৯ দিনের মধ্যে ভালো হয়ে যায়।

তিনি বলেন, এক জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করেছে। ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। এরা ডেঙ্গুর বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস
ঘোড়ায় চড়ে ভোট চাইলেন সাঈদ খোকন
X
Fresh