logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

চোখ মেলে তাকিয়েছেন এরশাদ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৯ জুলাই ২০১৯, ১৪:৩৯ | আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:৪৮
এরশাদকে যে ঘুমের ওষুধ দেয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেয়া হয়েছে। এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। চোখ মেলে তাকিয়েছেনও।

জানালেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। 

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাপা অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভাইয়ের সবশেষ অবস্থা সম্পর্কে জিএম কাদের আরও বলেন, ডক্টরদের সঙ্গে কথা বলেছি। আগের তুলনায় বেশ ভালো দেখাচ্ছিল। সাড়া দিয়ে মাথা নাড়ছিলেন।

তিনি বলেন, ফুসফুসের ইনফেকশন এবং ইউরিনের ইনফেকশন কমে এসেছে। তবে এখনও শঙ্কামুক্ত নন। 

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়