logo
  • ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৭

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ জুলাই ২০১৯, ২১:০৮ | আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২১:১৫
রাষ্ট্রীয় সফরের পঞ্চমদিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ইস্যুতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার বিকেলে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি এ অতিথি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা।

এসময় বাংলাদেশর অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। এর আগে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ প্রতিষ্ঠান ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝাংসুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন শেখ হাসিনা।

লি ঝাংসু বলেন, তার প্রেসিডেন্ট ও শেখ হাসিনা, দুজনই বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে চীনে তিয়েন আনমেন স্কয়ারে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়