logo
  • ঢাকা রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০ ফাল্গুন ১৪২৬

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেনাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ জুন ২০১৯, ১৬:৫৮ | আপডেট : ১৬ জুন ২০১৯, ২০:১৯
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে। একটি আধুনিক ও যুগপোযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নানা কর্মকাণ্ড হাতে নিয়েছে।

প্রধানমন্ত্রী সেনাসদস্যদের দেশপ্রেম, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। গণতন্ত্রকে সুসংহত করতে, সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে বলে জানান প্রধানমন্ত্রী।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়