• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তাবিত বাজেট জনবান্ধব: আওয়ামী লীগ

এহতেরামুল হক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৯, ২৩:২৪

প্রস্তাবিত ২০১৯-’২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব। প্রতিবারের মতো এবারো সব চ্যালেঞ্জ অতিক্রম করে বাজেট বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শনিবার সকালে আওয়ামী লীগের বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে এবারের বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না বলে মন্তব্য করেছে বিএনপি। অন্যদিকে এই বাজেট গুটিকয়েক ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করবে বলে অভিযোগ করেছে গণফোরাম।

সরকার ঘোষিত ২০১৯-’২০ অর্থবছরের বাজেট নিয়ে ধানমন্ডি কার্যালয়ে আজ শনিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এসময় বরাবরের মতো এবারও বাজেট নিয়ে বিএনপি বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বাজেট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী নয়।

প্রস্তাবিত ২০১৯-’২০ অর্থবছরের বাজেটকে প্রত্যাখ্যান করে গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, এই বাজেট জনগণের কোনো উপকারে আসবে না।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বাজেটকে জনবান্ধব উল্লেখ করে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, কৃষিতে প্রণোদনা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
শ্রাবণের বৃষ্টিধারার মতো অনর্গল মিথ্যা বলছেন আ.লীগ নেতারা: রিজভী
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ
X
Fresh