logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

মির্জা ফখরুল নানা কথা বলে হয়তো পদ রক্ষার চেষ্টা করছেন: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
|  ১০ জুন ২০১৯, ১৪:৩৩
ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দৈন্য দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্ত্রাসী মামলায়, হত্যা চেষ্টার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে করেছে। দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে হয়তো তার পদ রক্ষার চেষ্টা করছেন।

সোমবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যেই তো ঐক্য নেই। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়