logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

জিহ্বায় কামড় আমাদেরও পড়ে: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ মে ২০১৯, ১৩:৩২ | আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৪৬
ফাইল ছবি
কয়েকদিন আগে খালেদা জিয়া জিহ্বায় কামড় খেয়েছিলেন। এ কারণে ঘা হয়ে যাওয়ায় ঠিকমতো খেতে পারছিলেন না। জিহ্বায় কামড় আমাদেরও পড়ে। তাই বলে সেটাকে বাড়িয়ে বলি না। খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। অথচ বিএনপি তার চিকিৎসা নিয়ে অপরাজনীতি করছে। বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা যেভাবে তাকে অসুস্থ বলছে, আমার ধারণা খালেদা জিয়া নিজেও এ বিষয়ে জানতে পারলে উষ্মা প্রকাশ করবেন। তিনি বলবেন, তোমরা আমাকে এভাবে অসুস্থ বানাচ্ছ কেন?

হাছান মাহমুদ বলেন, দেশের সর্বোচ্চ যে চিকিৎসা, সেটাই খালেদা জিয়াকে দেয়া হচ্ছে। কারাগারে তাকে দেখাশোনার জন্য একজন নার্স, একজন ফিজিওথেরাপিস্ট সার্বক্ষণিক থাকেন। একজন ডাক্তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন।

তিনি বলেন, এছাড়া তার ব্যক্তিগত ডাক্তাররাও মাঝে মাঝে এসে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে একজন গৃহপরিচারিকা রাখা হয়েছে। ভারতীয় উপমহাদেশে এমন নজীর আছে কিনা আমার জানা নেই।

এসজে/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়