Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১২ জুন ২০২১, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮

উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নেয়া হলো মওদুদকে

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ রয়েছেন।

ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন আরটিভি অনলাইনকে বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ আহমদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন।

ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তার স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গেল ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো।

এসজে/এসএস

RTV Drama
RTVPLUS