• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সংসদে আমার প্রথম কাজ হবে খালেদা জিয়ার মুক্তি চাওয়া: জাহিদুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৯, ১৪:২২
ফাইল ছবি

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, আমি বিএনপির রাজনীতি করি। দল যদি বহিষ্কার করে তবুও আমি বিএনপিতে আছি। সংসদে আমার প্রথম কাজ হবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়া।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছি বলে উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, দল আমাকে বহিষ্কার করলেও করতে পারে। এটি জেনেই শপথ নিয়েছি।

তিনি বলেন, যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের প্রচণ্ড চাপ আছে। ঢাকায় ১৫ দিন ধরে আছি, এলাকার মানুষের একটাই বক্তব্য -শপথ নিয়ে ফিরে আসেন।

শপথের ব্যাপারে কোনও পর্যায়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগে বলেছি। দেখাও করেছি। এ বিষয়ে কোনও প্রকারের সম্মতি দেয়নি।

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার দপ্তরে জাহিদুর রহমানকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

গেল ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী হন জাহিদুর রহমান জাহিদ। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh